টলিউড
শীঘ্রই মা হতে চলেছেন শুভশ্রী, লকডাউনের মাঝেই সুখবর দিলেন তিনি। Subhashree Ganguly.
শীঘ্রই মা হতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলী
আবারো সুখবর টলিউড ইন্ডাস্ট্রিতে। কিছুদিন আগে ই অভিনেত্রী কোয়েল মল্লিক একটি পুত্র সন্তানের জন্ম দেন, সেই রেশ কাটার আগেই আবার সুখবর দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টুইটারের মাধ্যমে তিনি একথা জানালেন। তিনি লিখেছেন-(দ্বিতীয় বিবাহ বার্ষিকী উপলক্ষে এক জোড়া হাত আসছে ধরার জন্য আসছে আরো একটা হৃদয় ভালোবাসার জন্য আমি অন্তঃসত্ত্বা)।
ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবি |
সঙ্গে ছবির মধ্যে রাজ ও শুভশ্রীর পরনের টি-শার্ট এ ও সন্তানের আগমনের বার্তা সুস্পষ্ট।( আনন্দ লোক নায়িকার খোঁজে) এই রিয়েলিটি শো এ বিজয়ী হয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারপর মডেলিং শুরু।( মাতে তা লব হেলারে ) নামক ওড়িয়া ছবি দিয়ে প্রথম আত্মপ্রকাশ করেন 2008 সালে। তারপর বাংলা ছবি পিতৃভূমিতে অভিনেতা জিৎ এর বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
তার ছবির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল- চ্যালেঞ্জ, খোকাবাবু, খোকা 420, পরাণ যায় জ্বলিয়া রে, ধুমকেতু, নবাব, চালবাজ ও বস টু। 2016 সালে অভিমান ছবির শুটিং এর মধ্যে দিয়ে রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। 2018 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2019 সালে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে ( পরিণীতা) ছবিতে তার অভিনয় দর্শকের মন জয় করে নেয়। এ বছর তার ছবি ( ধর্মযুদ্ধ ) মুক্তি পাওয়ার কথা। রাজ ও শুভশ্রীর এই খবরে অনেকেই ইতিমধ্যে মেসেজ করে শুভেচ্ছা জানিয়েছেন।
লকডাউনের মাঝে তার ভক্তরা এই খবর পেয়ে খুবই আপ্লুত। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাজ এর নতুন মিউজিক ভিডিও ( এই বাংলা আমার হাসবে আবার ) সেখানে দেখা গিয়েছিল অভিনেত্রী শুভশ্রী কেও। অভিনেত্রী কোয়েল মল্লিকের সন্তান হবার পর আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল টলিপাড়া। আর সন্তানের ছবি পোস্ট করতেই- অভিনেত্রী ঋতুপর্ণা, সেনগুপ্ত অভিনেতা আবির চট্টোপাধ্যায়, রাইমা সেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, থেকে ঐন্দ্রিলা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায় আরো অনেকে শুভেচ্ছা ও আদরে ভরিয়ে দেয়।
Post a Comment
0 Comments