করোনায় আক্রান্ত বিগ-বি।
Amitabh Bachchan, Aishwarya Rai Bachchan covid19

শনিবার জয়া বচ্চন এবং ঐশ্বর্যার অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ভক্তরা। কিন্তু আজ সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আসে ঐশ্বর্যা এবং অমিতাভের আট বছরের নাতনি আরাধ্যার। যদিও জয়া বচ্চন এবং অমিতাভ কন্যা শ্বেতা নন্দার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। উদ্বেগ বাড়ছে সিনেমহলে।গোটা ভক্তকুলই অপেক্ষায় রয়েছেন অমিতাভ বচ্চনের তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার। তারই সঙ্গে এই মুহূর্তে সকলেরই চিন্তা কেমন আছেন তিনি তা জানার। শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হওয়া এবং তার পর থেকে কেমন আছেন বা তাঁর মানসিক পরিস্থিতি কী তা জানিয়ে নিজেই ট্যুইট করেছেন বিগ বি। রবিবারও রাতে ট্যুইট করে খোঁজ দিলেন তাঁর স্বাস্থ্যের। যদিও সরাসরি নিজের শারীরিক অবস্থা নিয়ে কোনও কথা লেখেননি অমিতাভ বচ্চন। জানা গিয়েছে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Amitabh Bachchan covid19, Aishwarya Rai Bachchan covid19



রবিবারের ট্যুইটে নিজের কৃতজ্ঞতা জানিয়ে বিগ বি লিখেছেন, 'অভিষেক-ঐশ্বর্য-আরাধ্যা ও আমার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে যে ভাবে সবাই আমাদের জন্য প্রার্থনা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ জানাতে পারলেও আমি হাত জোর করে বলছি আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ।'

শনিবার রাতে মুম্বইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। করোনা আক্রান্ত জানার পরই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। জুহুতে অমিতাভের বাড়ি থেকে সবচেয়ে কাছেই এই নানাবতী হাসপাতাল। সেখানেই ভরতি করা হয়েছে ৭৭ বছরের অভিনেতাকে। নানাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে, করোনার লক্ষণ রয়েছে অমিতাভের শরীরে। তিনি শেষ বেশ কিছুদিন ধরেই আইসোলেশনে ছিলেন। এর পর শনিবার হাসপাতালে ভরতি করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ বলেছেন, 'অমিতাভের শরীরে করোনার লক্ষণ নেই, তিনি আপাতত স্থিতিশীল।'