রাজ্যে বাড়বে বৃষ্টি,কোন কোন জেলায় কবে কবে বৃষ্টি হবে? তা জেনে নিন এক নজরে! Weather in West Bengal. Weather updates
বৃষ্টির ভ্রুকুটি-
নিজস্ব সংবাদদাতা- আবার একবার নিম্নচাপের আবহ, সম্প্রতি দক্ষিণবঙ্গে বড়সড় হাওয়া বদলের সম্ভাবনা। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে ফের নিম্নচাপ সৃষ্টি হয়েছে। উত্তর পশ্চিম দিকে এই নিম্মচাপের অভিমুখ হবে বলে সূত্রের খবর।তবে আগামী ৬ ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে। ১৯ তারিখ শুক্রবার সকালেই এটি গভীর নিম্নচাপে পরিণত হবে । তারপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের দিকে এগোবে। এর ফলে ১৮ থেকে ২০ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।তবে ১৮ তারিখে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া ,হুগলি ,পূর্ব বর্ধমান ও কলকাতা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। ১৯ তারিখ পশ্চিমে জেলাগুলিতে ভারি থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই মেদনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝারগ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া ।এছাড়া ও পশ্চিম ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার রাতে বৃষ্টির সম্ভবনা রয়েছে। রবিবার বিকেল থেকে আবার বৃষ্টির পরিমাণ কমবে। যেহেতু নিম্নচাপের প্রভাব থাকবে তার ফলে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আবার হাওয়ার গতিবেগ থাকবে ৪০থেকে ৫০ কিলোমিটার। ২০ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
কলকাতায় মূলত মেঘলা আকাশ দেখা যাবে। বিকেল পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ, তীব্রতা এবং ব্যাপকতা বাড়তে চলেছে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের তরফে। এখন আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে দিনের তাপমাত্রা, জানাচ্ছেন আলিপুর আবহাওয়াবিদরা।
Post a Comment
0 Comments