Fifa ban india:

Fifa ban india,fifa ban iffa,fifa World Cup,viral news,news updates

এবার নির্বাসনের খাঁড়া ভারতয়ীয় ফুটবলে। ফিফার নির্বাসন ভারতীয় ফুটবলকে পিছিয়ে দিল আরো কয়েক বছর। ভারতীয় ফুটবল দলকে হয়তো আবার শূন্য থেকে শুরু করতে হবে।পরে এই নির্বাসন উঠলেও ভারতীয় ফুটবলের যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে।


‘তৃতীয় পক্ষের’ হস্তক্ষেপের জন্য ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছে ফিফা। সুপ্রিম কোর্টের নিয়োজিত কমিটি ফেডারেশনের দায়িত্ব নেওয়াতেই যাবতীয় জটিলতা। ফিফার প্রতিনিধি দল ভারত সফরে এসে এআইএফএফকে নির্বাচনের নির্ধারিত সময় বেঁধে দিয়েছিলেন। তবে সেই সতর্কবার্তা হয়তো ফেডারেশন কর্তাদের কানে পৌঁছয়নি।
আপাতত আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় খেলতে পারবে না ভারতীয় ফুটবল দল। সুনীল ছেত্রীরা কোনও আন্তর্জাতিক ম্যাচেও খেলতে পারবেন না। তবে এই নির্বাসনের খাঁড়া এর আগে একাধিক দেশের উপর ঝুলেছে। সম্প্রতি পাকিস্তানের ফুটবল সংস্থাকেও  নির্বাসিত করেছিল ফিফা। যদিও সেই নির্বাসন অবশ্য উঠে গিয়েছে মাস দেড়েক আগে।
২০০৯ সালে ইরাককে ব্যান করেছিল ফিফা। ইরাকের ফুটবল অ্যাসোসিয়েশন-এ হস্তক্ষেপ করেছিল তাদের ই দেশের অলিম্পিক্স কমিটি। তাই তাদের ও ব্যান করেছিল ফিফা।
২০১১ সালে বসনিয়ার ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছিল ফিফা। ফিফার নিয়ম মেনে বসনিয়া ফুটবল সংস্থার কমিটি গঠন হয়নি। ঠিক এমনটাই অভিযোগ ছিল তাদের।

 ২০১৪ সালে নাইজেরিয়াকে নির্বাসিত করেছিল ফিফা। নাইজেরিয়ার এক স্থানীয় আদালত সে দেশের এক আমলাকে ফুটবল ফেডারেশন চালানোর নির্দেশ দিয়েছিল। পরে আদালত নির্দেশ প্রত্যাহার করায় নির্বাসন উঠেও যায়।

২০১৬ সালে গুয়েতেমালা এবং কুয়েতকে নির্বাসিত করা হয়েছিল ফিফার তরফে। এই দুই দেশের ফুটবল কর্তাদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এসেছিল।

২০২১ সালে পাকিস্তানকে ব্যান করেছিল ফিফা। ফিফার নিয়োগ করা কমিটির থেকে ক্ষমতা দখল করেছিলো পাকিস্তান ফুটবল কমিটির কিছু আধিকারিক।

২০১০ সালে অল্পের জন্য ফিফার নির্বাসন থেকে রক্ষা পেয়েছিল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ফুটবল সংস্থায় নিজস্ব কমিটি নিয়োগ করেছিল। তাতেই চটে যায় ফিফা।

Fifa World Cup,fifa ban india,

সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে ফিফা জানিয়েছেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (All India Football Federation) তৃতীয় পক্ষের হস্তক্ষেপের (Third-party Influences) কারণে এই সাসপেনশন। কয়েক মাস আগেই AIFF-এর সংবিধান সংশোধন করে দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের কমিটি গড়ে দেয় ভারতীয় সুপ্রিম কোর্ট। স্বয়ংশাসিত ক্রীড়াক্ষেত্রে ফিফার নিয়ম অনুযায়ী এই নির্দেশ আইন উলঙ্ঘন করে। প্রশাসক কমিটির হস্তক্ষেপ নিয়ম বিরুদ্ধ বলে জানিয়ে শাস্তি স্বরূপ ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থাকে নির্বাসিত করেছে ফিফা। এই নির্বাসন বিবৃতি প্রকাশের সময় থেকেই কার্যকরী হয়।

ভারতীয় ফুটবল কে ব্যান করার প্রধান কারণ বলা হচ্ছে AIFF-এর কাজে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। এখানে তৃতীয় পক্ষ হল সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন AIFF-এ নির্বাচন নেই। ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেলের মেয়াদ শেষ হলেও তিনি ওই পদে বসেছিলেন। এরপর আসরে নামে সুপ্রিম কোর্ট। তিন সদস্যের কমিটি তৈরি করে। যাদের কাজ ছিল AIFF-এর সংবিধান সংশোধন করে নির্বাচন করানো। যদিও ১৮ মে কমিটি গঠন হলেও এখনও পর্যন্ত কমিটি কোনও পদক্ষেপ নিতে পারেনি নির্বাচন নিয়ে।
তবে এই নির্বাসন তাৎক্ষণিক। ফিফার দেওয়া অনুযায়ী, যতদিন পর্যন্ত ভারতীয় ফুটবল ফেডারেশনের পরিচালন ক্ষমতা তাদের নিজেদের প্রশাসকের হাতে ফিরে না আসছে, ততদিন অবধি এই নির্বাসন কার্যকরী হবে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নিযুক্ত কমিটি ইতিমধ্যেই দ্রুত ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তৎপর হয়েছে। এই নির্বাচন চলতি মাসেরই ২৮ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।


এবার পড়ুন- ১৫ আগষ্ট ভারত ছাড়া আর কোন কোন দেশ স্বাধীনতা দিবস পালন করেন, দেখে নিন?