নিজস্ব সংবাদদাতা: বেজে গেল ভোটের নিঘন্ট ২৭ মার্চ থেকে মোট ৮ দফায় নির্বাচন পশ্চিমবঙ্গে। ফলাফল ঘোষণা ২ মে। শুক্রবার ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এ বারের নির্বাচনে ভোটদান করবেন প্রায় ১৮ কোটি মানুষ।


পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ চূড়ান্ত ঘোষণা হয়ে গেল। কোন,কোন তারিখ ও কি,কি বার সেটা একবার দেখে নিন....vote in 5 state 2021,election in West bengal

পশ্চিম বাংলায় প্রথম দফায় ভোট ২৭ মার্চ (৩০ আসন), দ্বিতীয় দফায় ভোট ১ এপ্রিল (৩০ আসন), তৃতীয় দফায় ভোট ৬ এপ্রিল (৩১ আসন), চতুর্থ দফায় ভোট ১০ এপ্রিল (৪৪ আসন), পঞ্চম দফায় ভোট ১৭ এপ্রিল (৪৫ আসন), ষষ্ঠ দফায় ভোট ২২ এপ্রিল (৪৩ আসন), সপ্তম দফায় ভোট ২৬ এপ্রিল (৩৬ আসন), অষ্টম দফায় ভোট ২৯ এপ্রিল (৩৫ আসন): সুনীল অরোরা।


এবারে ৮ দফায় ভোট বাংলায়। ২৭ মার্চ থেকে ভোটগ্রহণ, ফলাফল ২ মে: সুনীল অরোরা।
• ৫.২২: পুদুচেরিতে ভোট ৬ এপ্রিল। তামিলনাড়ুতে ৬ এপ্রিল ভোট: সুনীল অরোরা।
• ৫.২০: কেরলে ১ দফায় ভোট। নির্বাচন ৬ এপ্রিল। গণনা ২ মে: সুনীল অরোরা।
• ৫.১৫: অসমে ২৭ মার্চ থেকে ৩ দফায় ভোট। ভোটগণনা ২ মে: সুনীর অরোরা।
•৫.০১৫: ফৌজদারি মামলায় যাঁরা অভিযুক্ত, বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে তাঁদের: সুনীল অরোরা
• ৫.০৮: সিসিটিভি নজরদারিতে ভোটদান ভোটকেন্দ্রগুলিতে: সুনীল অরোরা।
• ৫.০০: বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ ৩০ মে পর্যন্ত: সুনীল অরোরা।
• ৪.৫৮: বাংলায় দুই বিশেষ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে, বিবেক দুবে এবং মৃণালকান্তি দাস। বাংলায় আয়-ব্যয়ের পর্যবেক্ষক বি মুরলিকুমার: সুনীল অরোরা: সুনীল অরোরা।
• ৫.৫৬: সংবেদনশীল কেন্দ্রগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে: সুনীল অরোরা।
• ৪.৫২: বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলে একসঙ্গে ৫ জনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না। সতর্কতা মেনে সর্বাধিক ৫টি গাড়ি নিয়ে পথসভা করা যাবে। অনলাইন মনোনয়ন জমা দেওয়া যাবে। সশরীরে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর সঙ্গে ২ জন যেতে পারবেন: সুনীল অরোরা।
• ৪.৫০: বিহারের মতো এ বারেও ভোটদানের সময় ১ ঘণ্টা বাড়ানো হচ্ছে : সুনীল অরোরা।
• ৪.৪৯: পশ্চিমবঙ্গে ৩১ শতাংশ ভোটকেন্দ্র বৃদ্ধি। এ বছর পশ্চিমবঙ্গে ১ লক্ষ ১ হাজার ৯১৬টি ভোটকেন্দ্র থাকবে: সুনীল অরোরা।
৪.৪৫: ১২৬ আসনে নির্বাচন অসমে, পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে নির্বাচন। কেরলে ১৪০ আসনে ভোট, তামিলনাড়ুতে ২৩৪ আসনে ভোট এবং পুদুচেরিতে ৩০ আসনে নির্বাচন।সবমিলিয়ে ৮২৪ আসনে নির্বাচন। মোট ২ লক্ষ ৭০ হাজার ভোটকেন্দ্র থাকবে: সুনীল অরোরা।
• ৪.৪০: করোনা কালে নির্বাচন নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে: সুনীল অরোরা।
• ৪.৩৮: করোনা আবহে বিহারে ভোট করানো কঠিন ছিল। তা সত্ত্বেও ২০২০ সালে বিহারে ৫৭.৩৪ শতাংশ মানুষ ভোট দেন। ৫৯.৬৯ শতাংশ মহিলা ভোটার ভোট দিতে আসেন সুনীল অরোরা।
• ৪.৩৫: গত বছর কোভিডের প্রকোপে যে অতিমারি দেখা দেয়, তার জন্য সাধারণ মানুষের স্বাস্থ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: সুনীল অরোরা।
• ৪.৩১: সংবাদমাধ্যমের মুখোমুখই মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
• ৪.২২: বিজ্ঞান ভবনে পৌঁছলেন কমিশনের আধিকারিকরা।