পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে ভোটের দিনক্ষণ চূড়ান্ত ঘোষণা হয়ে গেল। কোন,কোন তারিখ ও কি,কি বার সেটা একবার দেখে নিন....vote in 5 state 2021.
নিজস্ব সংবাদদাতা: বেজে গেল ভোটের নিঘন্ট। ২৭ মার্চ থেকে মোট ৮ দফায় নির্বাচন পশ্চিমবঙ্গে। ফলাফল ঘোষণা ২ মে। শুক্রবার ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এ বারের নির্বাচনে ভোটদান করবেন প্রায় ১৮ কোটি মানুষ।
![]() |
এবারে ৮ দফায় ভোট বাংলায়। ২৭ মার্চ থেকে ভোটগ্রহণ, ফলাফল ২ মে: সুনীল অরোরা।
• ৫.২২: পুদুচেরিতে ভোট ৬ এপ্রিল। তামিলনাড়ুতে ৬ এপ্রিল ভোট: সুনীল অরোরা।
• ৫.২০: কেরলে ১ দফায় ভোট। নির্বাচন ৬ এপ্রিল। গণনা ২ মে: সুনীল অরোরা।
• ৫.১৫: অসমে ২৭ মার্চ থেকে ৩ দফায় ভোট। ভোটগণনা ২ মে: সুনীর অরোরা।
•৫.০১৫: ফৌজদারি মামলায় যাঁরা অভিযুক্ত, বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে তাঁদের: সুনীল অরোরা
• ৫.০৮: সিসিটিভি নজরদারিতে ভোটদান ভোটকেন্দ্রগুলিতে: সুনীল অরোরা।
• ৫.০০: বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ ৩০ মে পর্যন্ত: সুনীল অরোরা।
• ৪.৫৮: বাংলায় দুই বিশেষ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে, বিবেক দুবে এবং মৃণালকান্তি দাস। বাংলায় আয়-ব্যয়ের পর্যবেক্ষক বি মুরলিকুমার: সুনীল অরোরা: সুনীল অরোরা।
• ৫.৫৬: সংবেদনশীল কেন্দ্রগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে: সুনীল অরোরা।
• ৪.৫২: বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলে একসঙ্গে ৫ জনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না। সতর্কতা মেনে সর্বাধিক ৫টি গাড়ি নিয়ে পথসভা করা যাবে। অনলাইন মনোনয়ন জমা দেওয়া যাবে। সশরীরে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর সঙ্গে ২ জন যেতে পারবেন: সুনীল অরোরা।
• ৪.৫০: বিহারের মতো এ বারেও ভোটদানের সময় ১ ঘণ্টা বাড়ানো হচ্ছে : সুনীল অরোরা।
• ৪.৪৯: পশ্চিমবঙ্গে ৩১ শতাংশ ভোটকেন্দ্র বৃদ্ধি। এ বছর পশ্চিমবঙ্গে ১ লক্ষ ১ হাজার ৯১৬টি ভোটকেন্দ্র থাকবে: সুনীল অরোরা।
৪.৪৫: ১২৬ আসনে নির্বাচন অসমে, পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে নির্বাচন। কেরলে ১৪০ আসনে ভোট, তামিলনাড়ুতে ২৩৪ আসনে ভোট এবং পুদুচেরিতে ৩০ আসনে নির্বাচন।সবমিলিয়ে ৮২৪ আসনে নির্বাচন। মোট ২ লক্ষ ৭০ হাজার ভোটকেন্দ্র থাকবে: সুনীল অরোরা।
• ৪.৪০: করোনা কালে নির্বাচন নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে: সুনীল অরোরা।
• ৪.৩৮: করোনা আবহে বিহারে ভোট করানো কঠিন ছিল। তা সত্ত্বেও ২০২০ সালে বিহারে ৫৭.৩৪ শতাংশ মানুষ ভোট দেন। ৫৯.৬৯ শতাংশ মহিলা ভোটার ভোট দিতে আসেন সুনীল অরোরা।
• ৪.৩৫: গত বছর কোভিডের প্রকোপে যে অতিমারি দেখা দেয়, তার জন্য সাধারণ মানুষের স্বাস্থ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: সুনীল অরোরা।
• ৪.৩১: সংবাদমাধ্যমের মুখোমুখই মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
• ৪.২২: বিজ্ঞান ভবনে পৌঁছলেন কমিশনের আধিকারিকরা।
Post a Comment
0 Comments