Asia Cup: এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের তিক্ত সম্পর্কের অজানা ইতিহাস তুলে ধরা হলো। Indian vs Pakistan. Asia Cup 2022
এশিয়া মহাদেশের ক্রিকেটে কোন দেশ সেরা, তা নির্ধারণের জন্য ১৯৮৪ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council)হাত ধরে শুরু হয় এশিয়া কাপ। এশিয়া মহাদেশে ক্রিকেট জনপ্রিয় করার লক্ষ্য নিয়ে খুব স্বল্প পরিসরে ১৯৮৩ সালেই যাত্রা শুরু করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বর্তমানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এসিসি’র পূর্ণকালীন সদস্য। এছাড়াও সহযোগী দেশ আছে আরও ২৪টি। এশিয়া কাপ এখন পর্যন্ত ১৪বার অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ চার বছর পর আমিরশাহিতে বসতে চলেছে এবারের এশিয়া কাপের (Asia Cup 2022) আসর। ২৭ অগাস্ট শুভ সূচনা। এবার টুর্নামেন্ট খেলা হবে টি-২০ ফর্ম্যাটে (T20)। তার মধ্যে কে কতবার জিতেছে এক ঝলকে দেখে নিন।
এশিয়া কাপে সব থেকে সফল দল ভারত। এখনও পর্যন্ত মোট ৭ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবেন রোহিত শর্মারা। ১৯৮৪-র উদ্বোধনী মরশুমেই ভারত ক্রিকেটে এশিয়ার সেরা হয়। তার পর থেকে তারা চ্যাম্পিয়ন হয়েছে ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬ ও ২০১৮ সালে।এছাড়া টিম ইন্ডিয়া এশিয়া কাপে রানার্স হয়েছে ১৯৯৭, ২০০৪ ও ২০০৮ সালে। ভারত তিনটি ফাইনালেই হেরেছে শ্রীলঙ্কার কাছে। তারা ৭টি খেতাবের মধ্যে ৫ বার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে। শেষ ২ বার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। এশিয়া কাপের ফাইনালে এখনও অবধি ভারত-পাকিস্তান মুখোমুখি হয়নি। ভারতের পরে এশিয়া কাপে সব থেকে বেশি সাফল্য পেয়েছে শ্রীলঙ্কা। তারা মোট ৫ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। দ্বীপরাষ্ট্র খেতাব জিতেছে ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮ ও ২০১৪ সালে। এছাড়া ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০০০ ও ২০১০ সালে মোট ৬ বার তারা রানার্স হয়েছে। সুতরাং, সব থেকে বেশি ১১ বার এশিয়া কাপের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা এবং এশিয়া কাপে মোটে ২ বার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান দল। ২০০০ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জেতে পাকিস্তান। পরে ২০১২ সালে বাংলাদেশকে হারিয়ে খেতাব জেতে পাকিস্তান। এছাড়া ১৯৮৬ ও ২০১৪ সালে ফাইনালে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।এশিয়া কাপে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ দল। টুর্নামেন্টে তাদের সেরা প্রাপ্তি বলতে তিনবার ফাইনালে ওঠা। বাংলাদেশ ২০১২, ২০১৬ ও ২০১৮ সালে মোট তিনবার এশিয়া কাপের ফাইনালে ওঠে কিন্তু তিনবারই খেতাবি লড়াইয়ে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। এবার অক্টোবরে টি২০ বিশ্বকাপ থাকায় টি২০ ফর্ম্যাটে হচ্ছে এশিয়া কাপ। মোট ৬টি দল অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। ২৮ অগাস্ট পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। আর ভারত ও পাকিস্তান এবারের প্রতিযোগিতার ফেভারিট দল। দুই দল ফাইনালে উঠলে মোট ৩ বার সাক্ষাৎ হবে ভারত-পাকিস্তানের। টিম ইন্ডিয়া নিজেদের অষ্টমবার ট্রফি জয়ের লক্ষ্যে নামতে চলেছে।
ভারত বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এ বারের এশিয়া কাপ। এই হাইপ্রোফাইল ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা রয়েছে তুঙ্গে। এশিয়া কাপে মেগা ম্যাচের আগে জেনে নিন এশিয়া কাপে দুই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যান।
ব্যক্তিগত সর্বোচ্চ মোট রান-
ভারতের হয়ে এশিয়া কাপে সর্বোচ্চ রান করেছেন সচিন তেন্ডুলকর। ২৩টি ম্যাচে ৯৭১ রান করেছেন সচিন এবং সর্বোচ্চ ১১৪ রান। ৫১.১০ গড়ে এই প্রতিযোগীতায় ব্যাটিং করেছেন মাস্টার ব্লাস্টার।
পাকিস্তানের হয়ে এশিয়া কাপে সর্বোচ্চ রানের মালিক হলেন শোয়েব মালিক। প্রাক্তন পাক অধিনায়ক ২১ ম্যাচে ৯০৭ রান করেছেন। এশিয়া কাপে শোয়েবের সর্বোচ্চ রান ১৪৩, তাঁর গড় ৬৪.৭৮।
এশিয়া কাপে সর্বাধিক উইকেট-
এশিয়া কাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হলেন রবীন্দ্র জাডেজা। ১৮ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন জাড্ডু। তাঁর সেরা বোলিং ফিগার ৪/২৯।
এশিয়া কাপে পাকিস্তানের হয়ে সর্বাধিক উইকেট সংগ্রহ করেছেন সাইদ আজমল। ১২ ম্যাচে তাঁর সংগ্রহ ২৫টি উইকেট। আজমলের সেরা বোলিং ফিগার ৩/৩৬
সেরা বোলিং ফিগার-
ভারতের হয়ে এশিয়া কাপে সেরা বোলিং ফিগার বীরেন্দ্র শেহওয়াগের। ২০১০ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৬ রান খরচ করে ৪ উইকেট পেয়েছিলেন তিনি।
পাকিস্তানের হয়ে সেরা বোলিং করেছেন সোহেল তনবীর। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৮ রানে ৫ উইকেট সংগ্রহ করেন তিনি।
ব্যক্তিগত সর্বাধিক রান-
২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রান করেন বিরাট কোহলি। এটি এশিয়া কাপে যে কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বাধিক রান সংগ্রহ।
২০০৪ সালে ইউনিস খান হংকং-এর বিরুদ্ধে ১৪৪ রান করেন। এটি এশিয়া কাপে পাকিস্তানের কোনও ব্যাটসম্যানের সর্বাধিক রান সংগ্রহ।
সর্বোচ্চ পার্টনারশিপ-
এশিয়া কাপে ভারতের হয়ে সর্বোচ্চ পার্টনারশিপ গড়েন ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। ২০১৮ এশিয়া কাপে প্রথম উইকেটে ২১০ রানের পার্টনারশিপ গড়ে ভারত।
পাকিস্তানের সর্বোচ্চ পার্টনারশিপও তৈরি হয়েছিল ওই ২০১৮ সালের এশিয়া কাপেই। দ্বিতীয় উইকেটে ইমাম-উল-হক এবং বাবর আজম আফগানিস্তানের বিরুদ্ধে ১৫৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন।
সর্বাধিক শতরান-
এশিয়া কাপে ভারতের হয়ে সর্বাধিক শতরান রয়েছে বিরাট কোহলির। ৩টি শতরান করেছেন বিরাট কোহলি।
এশিয়া কাপে পাকিস্তানের হয়ে সর্বাধিক তিনটি শতরান করেছেন শোয়েব মালিক
সর্বাধিক অর্ধ-শতরান-
এশিয়া কাপে ভারতের হয়ে যৌথ ভাবে সর্বাধিক অর্ধ-শতরান করেন রোহিত শর্মা এবং সচিন তেন্ডুলকর। দু'জনেই ৭টি করে অর্ধ-শতরানের মালিক।
পাকিস্তানের হয়ে সর্বাধিক অর্ধ-শতরান করেছেন ইনজামাম-উল-হক। ৬টি অর্ধ-শতরান রয়েছে ইনজির।
দলের সর্বাধিক রান-
এশিয়া কাপে ২০০৮ সালে হংকং-এর বিরুদ্ধে ৩৭৪/৪ রান তোলে ভারত। এটি এখনও পর্যন্ত এশিয়া কাপে ভারতের সর্বাধিক দলগত রান
২০১০ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৩৮৫/৭ রান তোলে পাকিস্তান। এটি এশিয়া কাপে পাকিস্তানের সর্বাধিক দলগত রান।
সব থেকে কম রান-
২০১৬ সালে এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে সব থেকে কম রানটি করে ভারত। ১৬৬/৬ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস।
২০১৮ সালেই পাকিস্তান এশিয়া কাপে সব থেকে কম রান তোলে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ৮৩/১০ রানে।
সর্বাধিক খেতাব-
মোট সাত বার এশিয়া কাপ জিতেছে ভারত (১৯৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮)। এশিয়া কাপের সবচেয়ে সফলতম দল ভারত।
পাকিস্তান দুই বার এশিয়া কাপ জেতে। ২০০০ এবং ২০১২ সালে এশিয়া কাপ জেতে পাকিস্তান। এরপর আর একবার ও জেতেনি পাকিস্তান।
Post a Comment
0 Comments