মহেন্দ্র সিং ধোনি ভবিষ্যতে কি করতে চলেছেন -

তাহলে কি শেষ পর্যন্ত সিনেমা জগতে পা রাখতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। Ms Dhoni birthday. Ms Dhoni latest news, Ms Dhoni birthday


নিজস্ব সংবাদদাতা- এবার একদম নতুন রূপে এমএস ধোনিকে দেখার কথা শোনা যাচ্ছে। এমএস ধোনি এতদিন পর্যন্ত ক্রিকেট দুনিয়ায় রাজত্ব করে এসেছেন। কিন্তু এবার জানা যাচ্ছে, তিনি একটি তামিল ছবির প্রযোজক হিসেবে সিনে দুনিয়ায় পা রাখছেন। সংবাদ সূত্রে জানা যাচ্ছে, ধোনির প্রযোজিত ছবিতে মুখ্য চরিত্রে অভিনেত্রী হিসেবে থাকছেন দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। একই সাথে মহেন্দ্র সিং ধোনিকে এবার একটি পৌরাণিক ওয়েব সিরিজেও নাম ভূমিকাতে দেখা যাবে। সূত্রের খবর, রমেশ তামিলমানি রচিত এই নতুন ওয়েব সিরিজটিও প্রযোজনা করবে ধোনি এন্টারটেইনমেন্ট। খুব সম্ভবত আইপিএল শেষ হলেই ধোনির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে নতুন ছবি নিয়ে ঘোষণা করা হবে। স্বাভাবিকভাবেই মহেন্দ্র সিং ধোনিকে এবার নতুন রূপে দেখতে পাবার কৌতুহল তুঙ্গে।

তাহলে কি শেষ পর্যন্ত সিনেমা জগতে পা রাখতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। Ms Dhoni birthday. Ms Dhoni latest news, Ms Dhoni birthday,

খুব শীঘ্রই বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনকে দেখা যাবে পৌরাণিক সিরিজ "অথর্ব"-তে। এটি একটি গ্রাফিক্স নভেল যা পর্দায় আনতে চলেছেন ধোনি। এই উপন্যাসের নাম ভূমিকায় অভিনয় করছেন মহেন্দ্র সিং ধোনি। ফ্রেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে মোশন পোস্টার রিলিজ করা হয়েছে। ধোনি নিজের ফেসবুক পেজে এই ভিডিয়োটি শেয়ার করেছেন। সেখানে তাঁকে একেবারে রাফ অ্যান্ড টাফ লুকে দেখতে পাওয়া গিয়েছিল।

তাহলে কি শেষ পর্যন্ত সিনেমা জগতে পা রাখতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। Ms Dhoni birthday. Ms Dhoni latest news.


অর্থব নিয়ে সেই সময় ধোনি বলেন, "এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত রোমাঞ্চ অনুভব করছি। এটা নিয়ে আমি আপাতত যথেষ্ট উত্তেজিত। অথর্ব - দ্য অরিজিন উপন্য়াসের গল্পটা এককথায় অসাধারণ। তার উপরে অত্যন্ত ভালো আর্টওয়ার্ক রয়েছে। লেখক রমেশ থামিলমানি এই প্রথমবার ভারতে কোনও মাইথোলজিক্যাল হিরোকে নিয়ে আসতে চলেছেন। প্রত্যেক পাঠকই আপাতত এটার জন্য মুখিয়ে রয়েছে।"