Chandigarh University hostel news

Chandigarh University hostel, Chandigarh University hostel news

নিজস্ব প্রতিবেদক- মধ্যরাতে চরম উত্তেজনা ছড়াল চণ্ডীগড় ইউনিভার্সিটি ক্যাম্পাসে। মধ্যরাতের বিশাল বিক্ষোভে অশান্ত হয়ে উঠলো হোস্টেল চত্বর। হোস্টেলের প্রায় ৬০ জন মেয়ের স্নান করার ভিডিয়ো ফাঁস হয়। তারপরেই সেই ৬০ জন মেয়েদের মধ্যে প্রায় ৮জন আত্মহত্যার চেষ্টা করে। এরপরেই উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। এমনকী এই ভিডিও ফাঁস করার অভিযোগে একটি মেয়ে ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ এই ভিডিয়োগুলি তৈরি করেছিল অভিযুক্ত ছাত্রীই এবং সেগুলি সিমলার একটি ছেলের কাছে পাঠায়। তারপরেই সেই যুবক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল ওই সমস্ত আপত্তিকর ভিডিয়ো। অভিযুক্ত মেয়েটির বিরুদ্ধে গারুয়ান পুলিস পোস্টে আইপিসি এবং আইটি আইনের ৩৫৪ সি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযুক্ত এমবিএ প্রথম বর্ষের ছাত্র।

Chandigarh University hostel, latest news

শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিবাদে চলে বিক্ষোভ আন্দোলন। পড়ুয়ারা শনিবার গভীর রাতে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘেরাও করে এবং ‘উই ফর জাস্টিস’ স্লোগান দিতে থাকে। জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্রীটিকে আলাদা এক জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে সে হামলার শিকার না হয়। যদিও পুলিসের তরফে দাবি করা হয়, কোনও আত্মহত্য়ার চেষ্টা রিপোর্ট করা হয়নি বা কারও মৃত্যু ঘটেনি। এদিকে শনিবার রাতে ক্যাম্পাসে বিশৃঙ্খলা দেখা দিলে শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন। ভোররাতে ছাত্রীদের বিক্ষোভ প্রদর্শনের ভিডিয়োও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টে অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরো বিষয়টিকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে।